শিরোনাম
◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:৪৫ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কার্নিভ্যালে আনন্দ করতে গিয়ে সমালোচনার মুখে নেইমার

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। গত সোমবার (১০ মার্চ) শেষ চারের ম্যাচটি করিন্থিয়ানসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে সান্তোস।  খেলতে না পারার কষ্টে কান্না করেছেন নেইমার। মুহূর্তেই তার সেই কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে গিয়েছিলেন নেইমার। যার কারণে তাকে পড়তে হয়েছে সমালোচনার মুখে। 

গত ৩ মার্চ সান্তোস ও ব্রাগানতিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই কার্নিভ্যাল প্যারেডে দেখা যায় নেইমারকে। তবে চোটের শঙ্কা নিয়ে পার্টিতে যাওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না অনেকেই। 

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখক কাসাগ্রান্দে জুনিয়র লিখেছেন, ‘সে সেমিফিইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমার গত পাঁচ বছরের আচরণ আবার ফিরছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদলে ফেলে।

সমালোচনার মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোস নেইমারের কান্নার ভিডিও প্রকাশ করেছে। যেখানে সেমিফাইনালের আগে অশ্রুসিক্ত নেইমার সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। আমি সব দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। যদি সম্ভব হয় আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জানেন না, মনের দিক থেকে মাঠে নামতে আমি কতটা উম্মুখ হয়ে আছি। 

ইনস্টাগ্রামে নিজের চোট নিয়ে নেইমার লিখেছেন, আমি যে কোনও মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই। কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে। তথ্যসূত্র, সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়