শিরোনাম
◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চেক বাউন্স মামলায় শেবাগের ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের ভাই বিনোদ শেবাগকে ৭ কোটি রুপির চেক বাউন্স মামলায় গ্রেফতার করেছে চন্ডীগড় পুলিশ। স্থানীয় আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মামলাটি বিনোদ শেবাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানির সঙ্গে সম্পর্কিত। তিনি ছাড়া এই ইস্যুতে আরও দুইজনের বিরুদ্ধে ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। হিমাচল প্রদেশের শ্রী ন্যায়না প্লাস্টিক ফ্যাক্টরির মালিক কৃষ্ণ মোহন দিল্লী পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন। 

মূলত কৃষ্ণ মোহনের প্রতিষ্ঠান থেকে জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি কিছু পণ্য কিনেছিল। পেমেন্ট হিসেবে ৭ কোটি রুপির একটি চেক দিয়েছিল জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি। তবে মানিমাজরার ওরিয়েন্টাল ব্যাংকে সেই চেক দেয়ার পরে জানা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করেছে।
 টাকা না পাওয়ায় মোহন মামলা করেন। ২০২২ সালে এই বিনোদ এবং তার দুই পার্টনারকে পলাতক ঘোষণা করে আদালত এবং কোর্টে হাজিরা না দেয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে মামলাও দিতে বলা হয় পুলিশকে।  
 আগামী ১০ মার্চ বিনোদের আদালতে হাজিরা দেয়ার কথা। তবে তিনি জামিনের জন্য আবেদন করেছেন। এখন পর্যন্ত ১৭৪টি চেক বাউন্স মামলায় ফেঁসেছেন বিনোদ। এর মধ্যে ১৩৮টিতেই জামিনের জন্য আবেদন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়