শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চেক বাউন্স মামলায় শেবাগের ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের ভাই বিনোদ শেবাগকে ৭ কোটি রুপির চেক বাউন্স মামলায় গ্রেফতার করেছে চন্ডীগড় পুলিশ। স্থানীয় আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মামলাটি বিনোদ শেবাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানির সঙ্গে সম্পর্কিত। তিনি ছাড়া এই ইস্যুতে আরও দুইজনের বিরুদ্ধে ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। হিমাচল প্রদেশের শ্রী ন্যায়না প্লাস্টিক ফ্যাক্টরির মালিক কৃষ্ণ মোহন দিল্লী পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন। 

মূলত কৃষ্ণ মোহনের প্রতিষ্ঠান থেকে জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি কিছু পণ্য কিনেছিল। পেমেন্ট হিসেবে ৭ কোটি রুপির একটি চেক দিয়েছিল জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি। তবে মানিমাজরার ওরিয়েন্টাল ব্যাংকে সেই চেক দেয়ার পরে জানা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করেছে।
 টাকা না পাওয়ায় মোহন মামলা করেন। ২০২২ সালে এই বিনোদ এবং তার দুই পার্টনারকে পলাতক ঘোষণা করে আদালত এবং কোর্টে হাজিরা না দেয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে মামলাও দিতে বলা হয় পুলিশকে।  
 আগামী ১০ মার্চ বিনোদের আদালতে হাজিরা দেয়ার কথা। তবে তিনি জামিনের জন্য আবেদন করেছেন। এখন পর্যন্ত ১৭৪টি চেক বাউন্স মামলায় ফেঁসেছেন বিনোদ। এর মধ্যে ১৩৮টিতেই জামিনের জন্য আবেদন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়