শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চেক বাউন্স মামলায় শেবাগের ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের ভাই বিনোদ শেবাগকে ৭ কোটি রুপির চেক বাউন্স মামলায় গ্রেফতার করেছে চন্ডীগড় পুলিশ। স্থানীয় আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

মামলাটি বিনোদ শেবাগ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানির সঙ্গে সম্পর্কিত। তিনি ছাড়া এই ইস্যুতে আরও দুইজনের বিরুদ্ধে ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে অভিযোগ আনা হয়েছে। হিমাচল প্রদেশের শ্রী ন্যায়না প্লাস্টিক ফ্যাক্টরির মালিক কৃষ্ণ মোহন দিল্লী পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেন। 

মূলত কৃষ্ণ মোহনের প্রতিষ্ঠান থেকে জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি কিছু পণ্য কিনেছিল। পেমেন্ট হিসেবে ৭ কোটি রুপির একটি চেক দিয়েছিল জলতা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানি। তবে মানিমাজরার ওরিয়েন্টাল ব্যাংকে সেই চেক দেয়ার পরে জানা যায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করেছে।
 টাকা না পাওয়ায় মোহন মামলা করেন। ২০২২ সালে এই বিনোদ এবং তার দুই পার্টনারকে পলাতক ঘোষণা করে আদালত এবং কোর্টে হাজিরা না দেয়ায় ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে মামলাও দিতে বলা হয় পুলিশকে।  
 আগামী ১০ মার্চ বিনোদের আদালতে হাজিরা দেয়ার কথা। তবে তিনি জামিনের জন্য আবেদন করেছেন। এখন পর্যন্ত ১৭৪টি চেক বাউন্স মামলায় ফেঁসেছেন বিনোদ। এর মধ্যে ১৩৮টিতেই জামিনের জন্য আবেদন করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়