শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাজা শোয়েব আখতার’ রাজ্যজুড়ে অনুপস্থিত 

স্পোর্টস ডেস্ক : মাঠে উইকেট শিকারের পর উল্লাসের ধরণ দেখে সবাই শোয়েবকে আদর করে ডাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে। তার জন্যই  রাওয়ালপিন্ডি বিখ্যাত, সেই শোয়েবের নামে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গেইট আছে।

পিসিবির আওতাভুক্ত একটা স্টেডিয়ামের নাম পর্যন্ত করা হয়েছে শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম। বৈশ্বিকভাবে রাওয়ালপিন্ডির ব্র্যান্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি যদি একটি ক্রিকেটীয় রাজ্য হয়, যথার্থভাবে সেই রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তথা রাজা শোয়েব। অথচ রাজ্যজুড়ে কোথাও যেন অনুপস্থিত সেই রাজা। -যমুনানিউজ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে অনেকের নাম আছে, অনেক অনেক ক্রিকেটারের ছবি আছে; নেই শুধু শোয়েব আখতারের। কেননা, যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কখনোই ইনিংসে পাঁচ উইকেট পাননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সেই অনার্স বোর্ডে নাম তুলেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদরা। মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসেরও সেই অনার্স বোর্ডে নাম আছে।

টেস্ট ওয়ানডে মিলিয়ে ষোলোবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শোয়েব, ম্যাচে দশ উইকেট দুইবার। তার একটাও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে না। সবমিলিয়ে যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দশ ইনিংসে পনেরোটা উইকেটও নিয়েছেন; কিন্তু একবারও পাঁচ উইকেট মেলেনি, তাই নামও ওঠেনি অনার্স বোর্ডে।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের পাশের লবিতে কত কত ক্রিকেটারের ছবি, অর্জনের গল্প। নেই শুধু একটা নাম, একটা ছবি। শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, দ্য ফেইস অব রাওয়ালপিন্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়