শিরোনাম
◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাজা শোয়েব আখতার’ রাজ্যজুড়ে অনুপস্থিত 

স্পোর্টস ডেস্ক : মাঠে উইকেট শিকারের পর উল্লাসের ধরণ দেখে সবাই শোয়েবকে আদর করে ডাকেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে। তার জন্যই  রাওয়ালপিন্ডি বিখ্যাত, সেই শোয়েবের নামে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গেইট আছে।

পিসিবির আওতাভুক্ত একটা স্টেডিয়ামের নাম পর্যন্ত করা হয়েছে শোয়েব আখতার ক্রিকেট স্টেডিয়াম। বৈশ্বিকভাবে রাওয়ালপিন্ডির ব্র্যান্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি যদি একটি ক্রিকেটীয় রাজ্য হয়, যথার্থভাবে সেই রাজ্যের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি তথা রাজা শোয়েব। অথচ রাজ্যজুড়ে কোথাও যেন অনুপস্থিত সেই রাজা। -যমুনানিউজ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে অনেকের নাম আছে, অনেক অনেক ক্রিকেটারের ছবি আছে; নেই শুধু শোয়েব আখতারের। কেননা, যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কখনোই ইনিংসে পাঁচ উইকেট পাননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সেই অনার্স বোর্ডে নাম তুলেছেন মুশফিকুর রহিম, হাসান মাহমুদরা। মেহেদী হাসান মিরাজ কিংবা লিটন দাসেরও সেই অনার্স বোর্ডে নাম আছে।

টেস্ট ওয়ানডে মিলিয়ে ষোলোবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শোয়েব, ম্যাচে দশ উইকেট দুইবার। তার একটাও পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে না। সবমিলিয়ে যে মাঠে শোয়েবের ডেব্যু, সেই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দশ ইনিংসে পনেরোটা উইকেটও নিয়েছেন; কিন্তু একবারও পাঁচ উইকেট মেলেনি, তাই নামও ওঠেনি অনার্স বোর্ডে।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমের পাশের লবিতে কত কত ক্রিকেটারের ছবি, অর্জনের গল্প। নেই শুধু একটা নাম, একটা ছবি। শোয়েব আখতার, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, দ্য ফেইস অব রাওয়ালপিন্ডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়