শিরোনাম
◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ডিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক যেনো পরিশোধ করা হয়: তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার (১ মার্চ) বিকেলে ডিপিএলের ট্রফি উন্মোচন হয়। সেখানে উপস্থিত ছিলেন ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) প্রতিনিধিরা।

ট্রফি উম্মোচন অনুষ্ঠানে ডিপিএলে আম্পায়ারিংয়ের মানোন্নয়ন ও ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো পরিশোধের বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়। অনুষ্ঠানে অনেক ক্রিকেটার সময় মতো নিজেদের পাওনা পারিশ্রমিক পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, এবার যেন প্রতিশ্রুত পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করা হয়।

মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন, প্রতিবারই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়। এবার যেন এ সব বিষয় যথাযথভাবে মেনে চলা হয়। এবার পরিস্থিতি একটু ভিন্ন। বিপিএলই হোক বা প্রিমিয়ার লিগ, ক্রিকেটাররা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সত্যিই আশা করি, ক্লাব সংগঠকরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমার কাছে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন নতুন ট্রফি মঞ্চের মাঝখানে নিয়ে আসেন। এবারের চ্যাম্পিয়ন ট্রফির নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে, একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামোয়। মোসাদ্দেকও দাবি জানান, পারিশ্রমিক যেন যথাসময়ে পরিশোধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়