শিরোনাম
◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও) ◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জার্মান লিগে স্টুটগার্টকে ৩-১ গোলে হারালো বায়ার্ন মিউনিখ 

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের সঙ্গে পেরে উঠলো না স্টুটগার্ট। সমানতালে লড়াই করে তারা গোলের সুবর্ণসুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে জার্মান লিগ বুন্দেসলিগায় তাদের বায়ার্ন মিউনিখের কাছে হারহয়েছে  ৩-১ গোলে।   দলের পক্ষে গোল করেছেন মাইকেল ওলিস, গোরেৎজকা ও কোম্যান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ এমএইচপি অ্যারেনায় বায়ার্নকে আতিথ্য দেয় স্টুটগার্ট।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। ৩৪ মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলারের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মিনিটে ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের গোলে সমতা আনে বায়ার্ন। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে অতিথিরা। ৬৪ মিনিটে লিড নেয় তারা। এবার মিডফিল্ডার লিয়ন গোরেজকা নাম তোলেন স্কোর শিটে। ম্যাচের ৯০তম মিনিটে তৃতীয় গোল পায় বায়ার্ন মিউনিখ। গোল করেন আরেক ফরাসি উইঙ্গার কিংসলি কোম্যান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির দল।

এই জয়ে ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা লেভারকুসেনের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেলো মিউনিখের ক্লাবটি। অপরদিকে, ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে স্টুটগার্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়