শিরোনাম
◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কার

চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে বাগড়া দিচ্ছে বৃষ্টি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আকর্ষণীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়ায়নি। পরিত্যক্ত হয়েছে। এবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও বৃষ্টির শঙ্কা আছে। 

লাহোরের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে আকাশে মাঝারি মেঘ থাকার কথা। বিকেল নাগাদ অর্থাৎ ম্যাচ শুরুর সময় থেকে আকাশ মেঘে ঢাকা থাকবে। সন্ধ্যা পর্যন্ত একই রকম থাকতে পারে বলা হয়েছে। যদিও বৃষ্টি হবেই এমন পূর্বাভাস দেওয়া হয়নি। 

শেষ পর্যন্ত যদি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে গ্রুপ ‘বি’ পয়েন্ট টেবিলের সমীকরণ আরও জটিল হবে। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচ বাতিল হওয়ায় তারা একটি পয়েন্ট পেয়েছে। যদি আফগানিস্তান ম্যাচও ভেসে যায় এবং অজিরা এক পয়েন্ট পায় সেক্ষেত্রে স্টিভ স্মিথের দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। 

তখন সমীকরণ দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বড় এক জয় পেয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচ থেকে পেয়েছে এক পয়েন্ট। নেট রান রেট বেশি হওয়ায় পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা। 

প্রোটিয়ারা তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলে তাদের পয়েন্ট ৩ থাকবে। সঙ্গে কমে যাবে নেট রান রেট। অন্য দিকে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ ভেসে গেলে এক  পয়েন্ট পাওয়ার সুবাদে ৩ পয়েন্ট হবে আফগানিস্তান। 

যদি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমান ৩ পয়েন্ট হয় সেক্ষেত্রে সেমিফাইনাল নিশ্চিত করতে নেট রান রেট দেখা হবে। এখন পর্যন্ত নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অবশ্য বেশ পিছিয়ে আছে আফগানরা। তাই অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ ভাসলে কপাল পুড়বে রশিদ খান-ইব্রাহিমদের। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়