শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে চায়

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ এক সময় নিয়মিত হলেও সেটা অনেকটা হারিয়ে যেতে বসেছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রায় ৬ বছর পর ত্রিদেশীয় সিরিজ ফেরায় পাকিস্তান। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটা জানিয়েছেন, পিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সামি উল হক।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম সিরিজ খেলবে বাংলাদেশ। আইসিসির ভবিষ্যত সূচির অংশ হিসেবে আগামী মে মাসের শেষের দিকে পাকিস্তানের মাটিতে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের পরের সিরিজটিও হতে পারে পাকিস্তানের সঙ্গেই। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন পিসিবি প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ফারুক আহমেদ।- ক্রিকফ্রেঞ্জি

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে ভবিষ্যত সূচির বাইরে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসতে রাজী হয়েছে পাকিস্তান। সেই সফরে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডের পাশাপাশি সমানসংখ্যক টি-টোয়েন্টিও খেলবেন মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা। তবে দ্বিপাক্ষিক সিরিজের বাইরে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনাও করছে তারা। দুই বোর্ডের সম্মতির পাশাপাশি তৃতীয় প্রতিপক্ষ খুঁজে পেলেই সেটা আয়োজনের কথা ভাবছে পাকিস্তান। 

এ প্রসঙ্গে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সামি বলেন, কাজের দিক থেকে পিসিবি এবং বিসিবির সম্পর্কটা দারুণ। এটা নতুন কিছু নয়, লম্বা সময় ধরেই আমাদের মধ্যে সম্পর্ক আছে। আশা করি সামনের দিনে সম্পর্কটা আরও ভালো হবে। আশা করি বাংলাদেশ দ্রুতই সফরে আসবে এবং পাকিস্তানও বাংলাদেশ সফরে যাবে। দ্বিপাক্ষিক সিরিজ চলতেই থাকবে। এবং যখনই আমরা সুযোগ পাব বোর্ডের সম্মতিতে আমরা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করবো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএ) মানেই পাকিস্তানের ক্রিকেটার আধিপত্য। বিপিএলের জন্মলগ্ন থেকেই নিয়মিত খেলে গেছেন পাকিস্তানের তারকারা। সাম্প্রতিক সময়ে শাহীন শাহ আফ্রিদি, বাবর, রিজওয়ানরাও খেলে গেছেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। যদিও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খুব বেশি বাংলাদেশের ক্রিকেটারদের দেখা যায়। তবে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের সেখানে খেলার অভিজ্ঞতা আছে। 

পিএসএলের আগামী আসরে খেলতে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে। করাচি কিংসের হয়ে লিটন দাস, লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন ও পেশাওয়ার জালমির হয়ে খেলবেন পেসার নাহিদ রানা। বাংলাদেশের তরুণ পেসারকে পিএসএলে দেখতে পাকিস্তানের মানুষ মুখিয়ে আছে বলে জানান সামি। পাশাপাশি পিএসএলে বাংলাদেশিদের জনপ্রিয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

সামি বলেন, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএলে বেশ জনপ্রিয়। রানা দল পেয়েছে এবং অনেক মানুষ তাকে দেখার জন্য মুখিয়ে আছে। সাকিব, তামিম, মাহমুদউল্লাহরা এখানে খেলে গেছে। অনেক বাংলাদেশি ক্রিকেটার এখানে পারফর্মও করেছে। আশা করছি আরও সুযোগ আসবে, যেমনটা আমাদের ক্রিকেটাররা বিপিএলে খেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়