শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব আল হাসান মার্চে আবার বোলিং পরীক্ষা দেবেন 

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের লিগে সারের হয়ে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করায় সেখানে পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে ফেল করা তারকা অলরাউন্ডার ভারতের চেন্নাইয়েও পাশ করতে পারেননি। তৃতীয়বারের মতো বোলিং অ্যাকশন বৈধতার জন্য পরীক্ষা দেবেন সাকিব। আগামী মার্চে ইংল্যান্ডে পরীক্ষা দেয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।

২০২৪ সালে পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-ওয়ানের ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। ক্রিকফ্রেঞ্জি ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সব মিলিয়ে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন সাকিব। তবে ম্যাচ শেষের পর ক্যারিয়ারে প্রথমবারের মতো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ইংল্যান্ডের কাউন্টি, দ্য হান্ড্রেড কিংবা ইসিবির অধীনে যেকোন ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দেন সাকিব। যেখানে বেশ কয়েক ওভার বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার। তবে সেখানকার পরীক্ষায় পাশ করতে পারেননি বাংলাদেশের এই অলরাউন্ডারের। গত ২১ ডিসেম্বর শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে স্বতন্ত্র পুনর্মূল্যায়ন পরীক্ষা দেন। 

চেন্নাইয়ে দেয়া সেই পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব। ফলে ইসিবির দেয়া রায় অনুযায়ী, বোলিংয়ে নিষিদ্ধই রয়েছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আবারও ইংল্যান্ডে পরীক্ষা দেবেন সাকিব। বোলিং অ্যাকশন সংশোধনের জন্য ইংল্যান্ডের স্থানীয় একজন কোচের সঙ্গে কাজ করছেন তিনি। সেই কোচ অনুমতি দিলেই পরীক্ষা দেবেন সাকিব। 

গত বছরের অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। তবে দেশে ফেরার অনুমতি না পাওয়ায় খেলা হয়নি তার। বিপিএলে চিটাগং কিংসের কয়ে খেলার কথা থাকলেও একই কারণে খেলতে পারেননি। বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও নেই সাকিব। ডিপিএল দিয়ে মাঠের ক্রিকেট ফিরতে পারেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়