শিরোনাম
◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়ের পরাজয়

স্পোর্টস ডেস্ক : নিজের মাঠেই ধরাশায়ী জিম্বাবুয়ে। তাও আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৬৩ রানে হেরেছে স্বাতিকরা। বুলাওয়ে টেস্টের চতুর্থ দিনেই ফলাফল নিশ্চিত হয়ে গিয়েছিল। পঞ্চম দিনে শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি ছিল। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চম দিনে ৬৩ রানের জয় পেয়েছে সফরকারী আয়ারল্যান্ড। জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করা জিম্বাবুয়ে চতুর্থ দিন শেষ করে ৬৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। পঞ্চম দিনে আরও ১৮.৩ ওভার খেলে আরও ৪৫ রান যোগ করে অলআউট হয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ২২৮ রানে থামে তাদের ইনিংস।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২৬০ রানের জবাবে ২৬৭ রান করে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড তোলে ২৯৮ রান। ঘরের মাঠে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান।

টেস্ট মর্যাদা পাওয়ার পর অভিজাত এই সংস্করণে প্রথম ৭ ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেই ব্যর্থতা পেছনে ফেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ও জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় তারা। এবার পেল টানা তৃতীয় জয়ের স্বাদ।

পঞ্চম ও শেষ দিনে আয়ারল্যান্ডের দরকার ছিল ৩ উইকেট, জিম্বাবুয়ের ১০৯ রান। জিম্বাবুয়ে করতে পারে ৪৫ রান। দ্বিতীয় ইনিংসে বল হাতে আয়ারল্যান্ডকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় অবদান ম্যাথু হামফ্রেজের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৭ রানে একাই এই স্পিনার নিয়েছেন ৬ উইকেট।

তবে প্রথম ইনিংসে অপরাজিত ৯০ রানের পর ৫৯ রানে ৩ উইকেট নেওয়া ম্যাকব্রাইনই আইরিশদের জয়ের আসল নায়ক। জিম্বাবুয়ের হয়ে একই লড়াই করছেন ওয়েসলি মাধেভেরে। নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার অআগে এই মিডলঅর্ডার ৮ চারে ১৯৫ বলে করেছেন ৮৪ রান। ইনিংসে আর কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ। ম্যাচসেরা অ্যান্ডি ম্যাকব্রিন প্রথম ইনিংসে ৯০ রানের পাশাপাশি বল হাতে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন। 
এবার দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। এই মাঠেই আগামী শুক্রবার হবে সিরিজের প্রথম ওয়ানডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়