শিরোনাম
◈ ৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের! ◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মেয়েদের বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ, সর্বনিন্ম ১ লাখ টাকা 

স্পোর্টস ডেস্ক : আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে নারী বিপিএলের প্রথম আসর। প্রথম আসর তিনটি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার জানিয়েছেন, তিনটি ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটাল খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছে। এছাড়া চতুর্থ দলের জন্য আলোচনা চলছে, তবে চূড়ান্ত না হলে তিন দল নিয়েই টুর্নামেন্ট শুরু হবে।

প্রতি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবে। এছাড়া নীতিমালায় একজন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ রাখা হয়েছে। তবে এই বিদেশি খেলোয়াড়দের মান কেমন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিসিবি ক্রিকেটারদের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করেছে। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক ধরা হয়েছে ৫ লাখ টাকা। এ’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা, বি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ৩ লাখ টাকা, সি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ২ লাখ টাকা, ডি’ ক্যাটেগরির বেতন ধরা হয়েছে ১ লাখ টাকা। 

প্রতি দলে একজন আইকন ক্রিকেটার রাখা হবে। এ’ক্যাটেগরিতে থাকবেন দুইজন, বি’ ক্যাটেগরিতে দুইজন, সি’ ক্যাটেগরিতে তিনজন এবং ডি-ক্যাটেগরিতে চারজন খেলোয়াড়। 

হাবিবুল বাশার আরও জানান, আমরা চেষ্টা করছি এমনভাবে পরিকল্পনা করতে যাতে ফ্র্যাঞ্চাইজিদের ওপর বেশি চাপ না পড়ে। মোট ৩২-৩৩ লাখ টাকার মধ্যে খেলোয়াড়দের সম্মানী রাখা হবে। টুর্নামেন্টের মোট বাজেট ৫০ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। নারীদের বিপিএল চালু হওয়ায় দেশের নারী ক্রিকেটারদের জন্য এটি হবে দারুণ সুযোগ। পাশাপাশি তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ পাবে। আশা করা হচ্ছে, এই টুর্নামেন্টটি নারীদের ক্রিকেটকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়