শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লি‌গের ফাইনালে ইন্টার মিলান 

স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর এক ম‌্যাচ অনু‌ষ্ঠিত হ‌লো দুই দ‌লের ম‌ধ্যে, ৪-৩ গোলে জিতেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।

গল্পটা ইন্টারের নামে প্রথম লেগে বার্সার মাঠেই লেখা হতে পারত। ম্যাচের ৩০ সেকেন্ডে গোলের পর শুরুতেই ২-০ গোলের লিড নিয়েছিল তারা। বার্সা দুর্দান্ত এক কামব্যাক করে। যার সমাপ্তি লেখা হয় ৩-৩ গোলের সমতায়। -- যমুনা‌নিউজ

দ্বিতীয় লেগেও ইন্টার প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয়। এরপর বার্সা কামব্যাক করে এগিয়ে যায় ৩-২ গোলে। কিন্তু ওই কামব্যাকের গল্প ছিনিয়ে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের পর অতিরিক্ত ৩০ মিনিটে গড়ানো ম্যাচে ৪-৩ গোলে জিতেছে স্বাগতিক ইন্টার মিলান।

দ্বিতীয় লেগের এই ম্যাচে ২১ মিনিটে প্রথম লিড নেয় ইন্টার মিলান। দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৪৫ মিনিটে ইন্টারের নাম্বার টেন মার্টিনেজ পেনাল্টি জেতেন। তা থেকে গোল করেন কালগানগলু। ম্যাচ দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে এক পা দিয়ে ফেলে দ্য হিরোনস খ্যাত ইন্টার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করে বার্সা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া গোল করে কাতালানদের ম্যাচে ফেরান। ছয় মিনিট পরে দানি অলমো ৫-৫ গোলের সমতা করে ফেলেন ম্যাচ। ৮৭ মিনিটে রাফিনহা গোল করে ফাইনালে পা রাখার উল্লাস করেন।

কিন্তু ঘরের মাঠে খেলা ইন্টার বার্সার ওই উদযাপন ছিনিয়ে নেয়। ৯৩ মিনিটে আছার্বিক গোল করে ম্যাচ দুই লেগ মিলিয়ে ৬-৬ করে ফেলেন। এক্সট্রা টাইমে নেন ম্যাচ। সেখানে ইন্টারের ফ্রাত্তেসি গোল করে ম্যাচে ৪-৩ গোলের লিড নেন। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়