শিরোনাম
◈ ৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের! ◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১০:১৫ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের

বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজটা জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে দলের শুরুটা ভালো হলো না। সেন্ট কিটসে আজ সিরিজের শুরুর ম্যাচে দলটা হেরেছে ৯ উইকেটে। 

এই হারের ফলে সিরিজ জয় আর বিশ্বকাপের টিকিট দুটোই কঠিন হয়ে পড়ল নিগারদের। ২০২৫ নারী বিশ্বকাপে সরাসরি জায়গা নিতে হলে পরের দুটো ম্যাচেই জিততে হবে দলকে। নাহয় খেলতে হবে বাছাইপর্বে, যেখান থেকে পরের রাউন্ডে যাবে দুটো দল। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুটা করেছিল বেশ ভালো। টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ১১৫ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ওপেনার মুরশিদা খাতুন (৪০) ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (৪২) দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে এরপরই শুরু ধসের।

পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটা ৫৪ রানের জুটি গড়ে দলকে আশা দেখিয়েছিলেন কিছুটা। তবে তাদের ইনিংস বড় হয়নি শেষমেশ। যার ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০০ রানের একটু আগে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতে উঠে আসে ১৬৩ রান। বোলিংয়ে ২ উইকেট নেওয়া উইন্ডিজ অধিনায়ক হিলি ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তাতে ভর করেই ১০৯ বল হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। 

সংক্ষিপ্ত স্কোর–

বাংলাদেশ– ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০)।

ওয়েস্ট ইন্ডিজ– ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)।

ফল– ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়