শিরোনাম
◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ 

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানি বংশোদ্ভুত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদ অবশেষে ভারতের ভিসা পেলেন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড দল ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশে ১৭ জানুয়ারি শুক্রবার ভারতের উদ্দেশে উড়াল দেয়। তার আগে ভালোই বিপদে পড়েছিল ইংল্যান্ড দল। শুরুতে ভারতের ভিসা পাননি পেসার সাকিব মাহমুদ। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে, ভারতের ভিসা পেয়েছেন সাকিব।

বর্তমানে দুবাইতে ক্যাম্প করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। কিন্তু ভিসা ভারতীয় দূতাবাসে থাকায় দলের সাথে ছিলেন না সাকিব। ভিসা পাওয়ায় এখন তিনি অনুশীলনে যোগ দেবেন। পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভারতের ভিসা নিয়ে জটিলতা নতুন নয়। এর আগেও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন সাকিব। বছর ছয়েক আগে ২০১৯ সালে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরের সময়ও একই সমস্যায় পড়েছিলেন এই পেসার।

এর আগে ভারতে টেস্ট সিরিজ চলাকালে ভিসা জটিলতায় পড়েন পাকিস্তানি বংশোদ্ভূত আরেক ইংলিশ স্পিনার শোয়েব বশির। এমনকি ভিসা হাতে না পাওয়ায় শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে খেলাও হয়নি তার। শুধু তাই নয় পাকিস্তানি বংশোদ্ভূত প্রায় সব ইংলিশ ক্রিকেটারদেরই নানা সময় ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আদিল রশিদ ও রেহান আহমেদকেও। শুধু ইংল্যান্ডের ক্রিকেটার নয়, অস্ট্রেলিয়ার উসমান খাজাও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

সাকিব ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন সাকিব। ৪ ম্যাচে ৯ উইকেট শিকার করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়