শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আমার সম্মানিত বড় ভাই তামিম, তার আচরণে মন খারাপ করিনি: সাব্বির

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস ম্যাচে তাইম ইকবাল ও সাব্বির রহমানের একটি বিতর্কিত ঘটনা ঘোটে। যেখানে ঢাকার সাব্বিরকে উদ্দেশ্য করে ফরচুন বরিশালের তামিম বাজে মন্তব্য করেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইস্যু। 

তামিমের এমন আচরণে হতাশ হয়েছে সমর্থকরা। তবে সাব্বির নিজে অবশ্য বলছেন মাঠের ঘটনা মাঠেই থাকুক। আগের মতোই সম্মান করতে চান তামিমকে।

সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা ক্যাপিটালসের সাব্বির বলেন, 'দেখেন মাঠের জিনিস মাঠে থাকাটাই ভালো। তামিম ভাই আমার বড় ভাই, সিনিয়র ভাই, অনেক সম্মানিত বড় ভাই। একজন কিংবদন্তী ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আর আসবেওনা আমি জানি।

'কিন্তু উনার হিট অব দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আমি কিছু মনে করিনি, ছোট ভাই হিসেবে। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সাথে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতেও ভালো যাবে।

সেদিন ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছিলো ফরচুন বরিশাল। স্ট্রাইকে থাকা তামিম নবম ওভারের দ্বিতীয় বলটি লং অনে পাঠিয়ে সিঙ্গেল নেন। কিন্তু ফিল্ডার সাব্বিরের উপর তার ক্ষুব্ধ আচরণ দেখা যায়।
বাউন্ডারি লাইনে থাকা সাব্বির বলটা ঠিকঠাক ধরতে পারেননি। কিংবা ধরলেও কিছুটা দুষ্টুমি করে বলটা ছেড়ে দেওয়ার অভিনয় করেন। এমন কিছু ক্রিকেটে দেখা যায় নিয়মিত। যা ফেইক ফিল্ডিং হিসেবে পরিচিত। কিন্তু ব্যাপারটা সহজভাবে নেননি ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। 

তিনি সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, 'আমার সাথে বেশি লাগতে যাইওনা না সাব্বির, আমার সাথে বেশি লাগতে যাইওনা। একদম পেছন দিয়ে হো*** দিমু। টেলিভিশন ব্রডকাস্টের বদলৌতে তাইমের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সময় লাগেনি একটুও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়