শিরোনাম
◈ সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায়  ◈ ভিডিও ভাইরাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত ◈ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট ◈ পবিত্র লাইলাতুল কদর আজ ◈ জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের ◈ ঢাকায় ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ◈ শহীদ জিয়াকে 'স্বাধীনতার ঘোষক' বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান (ভিডিও) ◈ ড. ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন: দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম ◈ গোয়েন্দা সংস্থা ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, যা বললো ভারত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

বিএএফ শাহীন কলেজের  এর ৫২তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

মাসুদ আলম :  বিএএফ শাহীন কলেজ ঢাকা এর ৫২তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে কুচকাওয়াজ, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শাহীনদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্যগাঁথা। উক্ত নৃত্যগাঁথায় ২৪শের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অত্র কলেজের একাদশ শ্রেণীর নিহত ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বিএএফ শাহীন কলেজ ঢাকা'র একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদের পিতা-মাতা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক ও সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলেজ অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়