শিরোনাম
◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট দল, নেই মুজিব উর রহমান

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায়  দল ঘোষণা করেছে। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তারকা ক্রিকেটার মুজিব উর রহমানের। এই টুর্নামেন্টে আফগানদের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শহীদি।

দীর্ঘদিন চোটের কারণে দলের বাইরে থাকা ডানহাতি ওপেনার ইব্রাহিম জাদরান ফিরেছেন জাতীয় দলে। তিনি বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ২২ গজ মাতিয়েছেন। দলের ওপেনিংয়ে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ। আফগানদের ব্যাটিংকে শক্তিশালী করবেন রহমত শাহ, শহীদিরা। বোলিংয়ে আফগানদের মূল অস্ত্র রশিদ খানের সাথে থাকছেন ফজল হক ফারুকি, নুর আহমেদ ও এএম গাজানফার।

অবশ্য মুজিবের স্কোয়াডে না থাকার কারণ জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক আহমদ সুলেমান খিল। গণমাধ্যমে তিনি বলেন, মুজিবকে স্কোয়াডে রাখা হয়নি কারণ ডাক্তার তাকে কিছুদিনের জন্য শুধুই টি-২০তে মনোযোগ দিতে বলেছে। এজন্য ওয়ানডেতে ফিরতে তার কিছুটা সময় লাগবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ  গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলী খিল, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম ঘানজাফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক ও নাভিদ জাদরান।

আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। উল্লেখ্য, গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচ তারা খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে যথাক্রমে ২৬ ও ২৮ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়