শিরোনাম
◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নাজমুল আবেদীন ফাহিমের ভেতর অনেক লোভ-লালসা: সুজন

স্পোর্টস ডেস্ক : ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে তার ওই থাকাটা খুব বেশি দীর্ঘ হয়নি। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার কিছুদিন পর নিজেই দায়িত্ব ছাড়েন সুজন। বোর্ডে আসেন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। এর মধ্যে ফারুক হন সভাপতি। কিন্তু সম্প্রতি এ দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। বিসিবি সভাপতি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন নাজমুল আবেদীন ফাহিম।

স্ট্যান্ডিং কমিটি ভাগ করতে না পারাসহ বিভিন্ন বিষয়েও সমালোচনা করেন তিনি। পরে অবশ্য বিসিবি সভাপতি জানান, তাদের মধ্যে এই সমস্যা সমাধান হয়েছে। এ নিয়ে সোমবার সিলেটে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও সাবেক বোর্ড পরিচালক সুজন। বাংলানিউজ 

তিনি বলেন, রোববারের (৫ জানুয়ারি) একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর (অহংকার) সমস্যা হবে। তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই এসেছেন। তারা যখন এসেছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন, চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখছি না। 

এখন দেখছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। কেন এই লোভ-লালসা তাদের মধ্যে আসে? আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন? আমার কেন থাকতেই হবে যে না আমি পাব।  

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম জানান, ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়েও পাননি তিনি। এ নিয়ে তার অসন্তোষ ছিল স্পষ্ট। কিন্তু এ বিষয়েও ক্ষোভ জানান সুজন। তার প্রশ্ন, ক্রিকেট অপারেশন্স ছাড়া অন্য কোথাও কেন কাজ করতে পারবেন না ফাহিম।

উনি কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশন্সের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলছেন অপারেশন্স ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলছি, এটা কী হচ্ছে, আমি জানি না। 

সুজন আরও বলেন, যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজন সিনিয়র মানুষ আমরা যাদেরকে অনেক সম্মান করি, ফারুক ভাই ও ফাহিম ভাই- দুজনেই আমাদের সম্মানীয় মানুষ এবং ক্রিকেটার। তাদেরকে যখন এমন দেখি ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলে আমরা ক্রিকেটাররা কি এতো বেশি লোভী?

  • সর্বশেষ
  • জনপ্রিয়