শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ আগেই আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডে কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল। এই আইরিশদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিলো লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচে ১৫ ওভার শেষে রান ছিল ৬ উইকেটে ৮০। পরের ১৩ বলে আর মাত্র ৭ রান করতেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। দলের এমন ভয়াবহ ব্যাটিং ধসে আয়ারল্যান্ডের মেয়েদের কাছে ৪৭ রানে হেরে টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। জবাবে হতশ্রী ব্যাটিংয়ে ৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মাত্র ৭ রানের শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। রান তাড়ায় এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যোতির দল। ২২ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের ৪৮ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু এই জুটি ভাঙতেই ধসে পরে স্বাগতিক ব্যাটিং লাইন-আপ।

আগের ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়া দিলার আক্তার ও সোবহানা মোস্তারির প্রথম উইকেট জুটি থেকে আসে কেবল ৬ রান। মোস্তারি ১ রান করে বিদায়ের পর ১০ রান করে ফেরেন দিলারা। পঞ্চম ওভারে ৬ রান করে ফেরেন অধিনায়ক জ্যোতিও। পরের ওভারে সাজঘরের পথ দেখেন তাজ নাহার।

পঞ্চম উইকেটে শারমিন-স্বর্ণার জুটিতে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু ২০ রান করা স্বর্ণা ফিরতেই ভেঙে পড়ে পুরো ব্যাটিং অর্ডার। সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন। দলের হয়ে কেবল তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।

টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশদের ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদা আক্তার। আরেক ওপেনারকে ফেরান জান্নাতুল ফেরদৌস। এরপর সফরকারীদের আর দ্রুত উইকেট নিতে পারেনি বোলাররা। ছোট ছোট জুটি গড়ে জয়ের জন্য যথেষ্ট সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।

এর আগে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ১২ ওভারে ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন দিলারা আক্তার ও সোবাহান মোস্তারি। তবে পরের ব্যাটাদের ব্যর্থতায় ১২ রানে হারতে হয় ম্যাচ। একই মাঠে সোমবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়