শিরোনাম
◈ গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭.৫ ডিগ্রি ◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেঞ্চুরির আক্ষেপ উইলিয়ামসনের, দিন শেষে ভালো অবস্থানে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিলেন নিউজিল্যান্ডের কে উইলিয়ামসন। এবার তিনি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে মাঠে ফিরেছেন। ফিরেই দুর্দান্ত ব্যাটিং করেছেন ডানহাতি এ ব্যাটার। অবশ্য উইলিয়ামসন চাইলে আক্ষেপ করতেই পারেন। কারণ মাত্র ৭ রানের জন্য যে সেঞ্চুরিটা পাননি। উইলিয়ামসনের সেঞ্চুরি মিসের দিনে ৮ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই সফরকারীদের সাফল্য এনে দেন গাস অ্যাটকিনসন। কিউই ওপেনার ডেভন কনওয়েকে প্যাভিলিয়নের পথ ধরান ইংলিশ এ পেসার।

এরপর উইকেটে এসে টম ল্যাথামের সাথে জুটি গড়ার চেষ্টা করেন উইলিয়ামসন। দুজনেই করেছেন দারুণ ব্যাটিং। তবে ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন ল্যাথাম। ব্রাইডন কার্সের বলে আউট হওয়ার আগে ৫৪ বলে করেছেন ৪৭ রান। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। দুজনের জুটিতে ওঠে ৬৯ রান। ৪৯ বলে ৩৪ রান করা রাচিনকে ফেরান শোয়েব বশির।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সেঞ্চুরির পথেই ছিলেন উইলিয়ামসন। ইনিংসের শুরুতে সময় নিয়েছেন। এরপর সময় যত গড়িয়েছে ততই সাবলীল ব্যাটিং করেছেন কিউই এ ব্যাটার। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরত্বে থেমেছেন উইলিয়ামসন। অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলির হাতে যখন ক্যাচ দিয়ে ফেরেন তখন তার নামের পাশে ১৯৭ বলে ৯৩ রান।

ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল শুরুটা ভালো পেলেও ইনিংস বড় করতে পারেননি। নাথান স্মিথও ফিরেছেন দ্রুত। তবে ম্যাট হেনরিকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় পার করে দিয়েছেন গ্লেন ফিলিপস। প্রথম দিন শেষে ৫৮ বলে ৪১ রান করে অপরাজিত আছেন ফিলিপস, ১০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন ফিলিপস। ইংল্যান্ডের হয়ে ২০ ওভারে ৬৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন বশির। ২টি করে উইকেট শিকার করেছেন কার্স ও অ্যাটকিনসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়