শিরোনাম
◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজদের নিয়ে চেন্নাইয় সুপার কিংসের বার্তা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল নিলামে দল পাননি। এটা ক্রিকেট বিশ্বে অনেক বড় খবরের একটি। টানা ৯ মৌসুম ধরে আইপিএলে খেলা মুস্তাফিজ এবার তাই থাকবেন দর্শকের ভূমিকায়।

মেগা নিলামে বাংলাদেশ থেকে মোট ১২ ক্রিকেটার নাম দিয়েছিল। তবে নিলামে নাম ওঠে শুধু মুস্তাফিজ ও রিশাদ হোসেনের নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। বাকি দশজনের নাম তালিকায় থাকলেও নিলামে ওঠেনি। তবে মুস্তাফিজের দল না পাওয়ায় অবাক অনেকেই।

গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত খেলেছিলেন মুস্তাফিজ। টুর্নামেন্টের মাঝপথে চলার আসার সময় যৌথভাবে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। মুস্তাফিজ যখন চলে আসেন তখন তার নামের পাশে ১৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর দল না পাওয়ায় হতাশ সমর্থকরা। তবে মুস্তাফিজদের পারফরম্যান্সের কদর করতে ভুল করেনি চেন্নাই। - ডেইলি ক্রিকেট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে মুস্তাফিজদের স্মরণ করেছে চেন্নাই। সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছে, ‘সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। তোমাদের ভবিষ্যৎ লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময়ের জন্য।

আইপিএলে বেশ কয়েকটি দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ আসরে চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেসার। তবে মেগা নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু নিলামে দলই পেলেন না কাটার মাস্টারখ্যাত টাইগার এ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়