শিরোনাম
◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে প্রস্তুতি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো করার প্রত্যাশা নিয়ে বাংলাদেশ দল সে দেশের সফরে রয়েছে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। এছাড়াও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাচ্ছে না টিম টাইগার্স। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। সব মিলিয়ে জাকির হাসান-সাদমান ইসলামদের নিয়ে গড়া দলটি বেশ অনভিজ্ঞ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিক। যার কারণে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারেননি। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। একই সিরিজে কুঁচকির চোটে পড়েন শান্ত। তাকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করেছিল বিসিবি। তবে চোটের কারণে শান্ত ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু।

২০২২ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুটি টেস্ট, তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিল টাইগাররা। তিন ফরম্যাটেই ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
এবারের সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়