শিরোনাম
◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় টুর্ণামেন্ট শুরু

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃঅনুষদীয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম টুর্ণামেন্ট ২০২৪। প্রতিবারের মত এবারেও পবিপ্রবির ৯টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা।

১৩ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় ব্যামাগারে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উপ-কমিটির সভাপতি ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ:দা:) অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ । 

শরীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বিশিষ্ট এন্টোমলজিস্ট অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ। 

 আরও উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন  অধ্যাপক মোঃ জামাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, আরটিসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ ও সহকারী রেজিস্ট্রার মোঃ কবির সিকদারসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 

ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম ৪ ক্যাটাগরিতেই ৯টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েরই ভিন্ন ভিন্ন দল রয়েছে ।

ব্যাডমিন্টন খেলায় সার্ভ করার মাধ্যমে মূল আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করেন পবিপ্রবি উপাচার্য। এসময় বক্তৃতায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা জীবনের শ্রেষ্ঠ সময় কাটায়। এই সময়ে নিজেকে চৌকশ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।” 

খেলা শুরুর আগে তিনি খেলোয়ারদের অভিনন্দন জানান। এর পরপরই প্রথম ম্যাচে মুখোমুখি হয় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদ বনাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ ছাত্রী ব্যাডমিন্টন দল।

এদিকে আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা  ২০২৪ উপলক্ষ্যে পবিপ্রবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যায়ামাগারে চলছে প্রস্তুতি মহড়া। প্রথমদিন দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাসহ সর্বস্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়