শিরোনাম
◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের চাপে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে যাচ্ছে?

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগে থেকেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করা। তবে ভারত দেশটিতে যাবে না সাফ জানিয়ে দিয়েছে। তাদের দাবি এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। অথবা আয়োজক থেকে সরে যাক পাকিস্তান। 

ভারতের চাওয়া আমলে নিয়ে আইসিসিও ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এ বার্তা দিয়ে রেখেছে। গুঞ্জন আছে পিসিবি হাইব্রিড মডেলে রাজি না হলে নতুন আয়োজক হতে পারে দক্ষিণ আফ্রিকা। - ডেইলি ক্রিকেট
এমনিতে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নেই বহু বছর ধরে। কালে ভদ্রে দেখা হয় আইসিসি ও এসিসি ইভেন্টে। ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান। কিন্তু ভারত সেখানে যেতে রাজি হয়নি, পরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় গিয়ে খেলেছে নিজেদের ম্যাচগুলো।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ খেলতে একই বছর ভারতে গিয়েছিলো। আবার যখন ভারতের পাকিস্তানে আসার আয়োজন তখনই আগের অবস্থানে ফিরে গেছে বিসিসিআই। সরকারি অনুমোদন না মিলাতে আইসিসি ও পিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে তারা যাচ্ছে না। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে তৈরি হচ্ছে জটিলতা।

সম্প্রতি পিসিবি ভারতের কাছ থেকে লিখিত জবাব চেয়েছিলো তারা পাকিস্তানে যাবে কি যাবে না তা জানানোর জন্য। ভারত সে প্রক্রিয়া মেনেই আইসিসির মাধ্যমে জানিয়েছে তারা যাবে না। সাথে প্রস্তাব দিয়েছে নতুন আয়োজক কিংবা হাইব্রিড মডেলের। 

আর তাইতো নতুন করে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নিয়ে হচ্ছে আলোচনা। আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা এই টুর্নামেন্ট। কিন্তু পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি না হওয়ায় নতুন আয়োজক দেশ সামনে আসার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে দেশটি হতে আপ্রে দক্ষিণ আফ্রিকা, এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়