শিরোনাম
◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব: কোচ সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ দলের কোচিং স্টাফের সঙ্গে দ্বিতীয়বারের মতো যুক্ত হয়েছেন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাউদ্দীন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সহকারী কোচ হতে অপরাগতা জানালেও শেষ পর্যন্ত একই পদে কাজ করবেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে কোচিংয়ের সাথে যুক্ত থাকা দেশি এ কোচ বাংলাদেশের কোচিং স্টাফে যুক্ত হওয়ার কারণ জানালেন। - ডেইলি ক্রিকেট

সালাউদ্দীন বলেন, অনুভূতি তো অবশ্যই থাকবে। হয়তো বাসায় রোমাঞ্চটা একটু বেশি। চেষ্টা করবো যেন মানুষ আমাকে ভালোবাসে। আমি দেখলাম শেষ কিছুদিনে, সেটার প্রতিদান দেওয়াও নৈতিক দায়িত্ব হয়ে গেছে।

আর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সময় যতটুকুই হোক, আমি যদি কারও জীবনে সামান্যতম প্রভাব রাখতে পারি, সেটাই মনে করি সার্থকতা। আমি হয়তো নাটকীয়ভাবে (ড্রামাটিকালি) অনেক চেঞ্জ করতে পারব না। কিন্তু আমার একটা কথা, একটা কিছুতে তার জীবনে কিছু পরিবর্তন হয়, তাহলে সেটা আমার অনেক বড় সার্থকতা হবে।

এর আগে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রশ্নে অনাগ্রহ দেখিয়েছেন সালাউদ্দিন। এবার কেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন? এর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি সব সময় বলেছি, আমাকে একটু সময় দিতে হবে। আমি আসতে চাইনি, তা নয়। কারণ, আমি দু-তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম। সেটা তো আমি একেবারে ফেলে আসতে পারব না। যেহেতু ফারুক ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে থেকে শুরু হয়েছে, তিন মাস আগে থেকে কথা চলছিল, এর মধ্যে আমি এগুলো সেটল করতে পেরেছি বলে আসতে পেরেছি।

সব কিছু ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলের সাথে কাজ শুরু করবেন সালাউদ্দীন। এখন বর্তমানে মিরপুর শের-ই-বাংলায় ওয়ানডে দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন তিনি। জাতীয় দলে তার কাজ কেমন হবে সেই ধারনা দিয়েছেন সালাউদ্দীন।

তিনি বলেন, যেহেতু আমি সহকারী কোচ, যেহেতু হেডকোচ আছে এখানে, তার দর্শনটা আমাকে আসলে...সে কীভাবে টিমটা চালাচ্ছে, তাকে সাহায্য করা। এর সঙ্গে খেলোয়াড়দের সাহায্য করা...যতটুকু পারি। আমার ভূমিকাটা হয়তো ভিন্ন হবে আগেরবারের তুলনায়।

সালাউদ্দীন আরও, চেষ্টা করব আমাদের ছেলেরা যেন আরেকটু আত্মবিশ্বাসী হয়। সেই সঙ্গে আমাদের যে বিদেশি কোচরা আছে, তাদের সঙ্গে যোগাযোগটা যেন আরেকটু ভালো সেদিকে যায় সেই লক্ষ রাখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়