শিরোনাম
◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান আজ থেকে ২২ বছর আগে অর্থাৎ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল। এরপর আর সিরিজ জেতার সৌভাগ্য হয়নি দলটির। ২২ বছরের মাথায় আজ রোববার (১০ নভেম্বর) আবার পাকিস্তান দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো। পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। - ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করে মাত্র ১৪০ রান করতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন শন অ্যাবোট।

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান অধিনায়ককে হতাশ করেননি বোলাররা। ৩৬ রানের মধ্যে অজিদের দুই উইকেট তুলে নেন নাসিম ও শাহিন। এরপর ম্যাথু শটের সাথে জুটি গড়ার চেষ্টা করেছিলেন জশ ইংলিশ। অজি অধিনায়ককে ফিরিয়ে ২০ রানের জুটি শাহিন।

১৬ বলে ৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন কুপার কনোলি। দলে ফিরে তেমন কিছু করতে পারেননি মার্কাস স্টয়নিস। ২৫ বলে করেন মাত্র ৮ রান। গ্লেন ম্যাক্সওয়েল রানের খাতা খুলতেই পারেননি। হারিসের রউফের বলে সা ইম আইয়ুবকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৩০ বলে ২২ রান করা শটকেও ফিরিয়েছেন হারিস।
শেষের দিকে একাই লড়েছেন অ্যাবোট। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ৪১ বলে ৩০ রান করা অ্যাবোটকে প্যাভিলিয়নে ফেরান শাহিন।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাসিম ও শাহিন। দুটি উইকেট শিকার করেছেন রউফ।
রান তাড়ায় সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক পাকিস্তানকে ভালো শুরু এনে দেন। দুজনের ৮৪ রানের ওপেনিং জুটিতে জয়ের ভিত পেয়ে যায় রিজওয়ানের দল।

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা সাইম ও শফিক সেই ধারাবাহিকতা তৃতীয় ম্যাচেও ধরে রেখেছেন। তবে দুজনেই ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৫২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রান করেন সাইম। শফিকের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৩৭ রান।

দুই ওপেনার ফেরার পর বাকি কাজটুকু সারেন বাবর আজম ও রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ২৭ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ রান করে অপরাজিত ছিলেন। বাবরের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ২৮ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়