শিরোনাম
◈ ‘ব্রিকস মুদ্রা’ নিয়ে ট্রাম্পের হুমকি, যা বলল ভারত  ◈ যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ ◈ যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন: মোদীকে দিল্লির শাহী ইমাম ◈ রাজধানীর বাজারে হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কী? ◈ অভিনব প্রতিবাদ: টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:১৯ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলি ১০ বছর পর র‌্যাঙ্কিংয়ে সেরা বিশের বাইরে 

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের তারকা খেলোয়াড় বিরাট কোহলি ব্যাট হাতে হতাশাজনক সময় পার করছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে করতে পারেননি একশ রানও! এর প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়েও। প্রায় ১০ বছর পর ব্যাটারদের তালিকার প্রথম ২০ জনের মধ্যে নেই এই ভারতের এই তারকা ব্যাটারের নাম।

বুধবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের হালনাগাদের তালিকায় টেস্ট ব্যাটারদের তালিকায় ৮ ধাপ নিচে নেমে এখন ২২ নম্বরে অবস্থান করছেন কোহলি। ডানহাতি এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৬৫৫। অলআউট স্পোর্টস

নিউ জিল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে মুম্বাইয়ে খেলা সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে একবারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কোহলি। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ফেরেন ১ রান করে। পুরো সিরিজে এক ফিফটিতে তার মোট রান মাত্র ৯৩। সবশেষ ১০ ইনিংসে ২১ দশমিক ৩৩ গড়ে তিনি করেছেন ১৯২ রান।

২০১৪ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা বিশের বাইরে কোহলি। মুম্বাই টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে র‌্যাঙ্কিংয়ের সেরা দশে প্রবেশ করেছেন রিশাভ পান্ত। ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৬০ ও ৬৪ রান করে ৫ ধাপ উঠে ষষ্ঠ স্থানে আছেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার।

সেই ম্যাচে ব্যাট হাতে অবদান রাখা ড্যারিল মিচেলও এসেছেন সেরা দশে। আট ধাপ এগিয়ে পান্তের পরের অবস্থানে আছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটার। ভারত সফরে সিরিজ সেরার পুরস্কার জেতা উইল ইয়ং ২৯ ধাপ এগিয়ে আছেন ৪৪তম স্থানে।

ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে আছেন ভারতের বিপক্ষে কোনো টেস্ট না খেলা কেইন উইলিয়ামসন। তিনে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ নিচে নেমে চারে ভারতের যশস্বী জয়সোয়াল। পাঁচে স্টিভ স্মিথ।

অলরাউন্ডারদের তালিকায় ছয় নম্বরে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। গত সপ্তাহে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে উঠে আসা এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ব্যাট-বল হাতে অবদান রাখতে না পারায় তিন ধাপ নিচে নেমে গেছেন। এই তালিকায় শীর্ষ দুই স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তিনে আছেন টেস্ট ক্রিকেটকে বিদায় বলা সাকিব আল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়