শিরোনাম
◈ ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের ◈ অযথা হর্ন বাজালে চালকদের শাস্তির ঘোষণা, ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি ◈ ভারত থেকে ১০২ জনকে ‘পুশ ইন’ ঘটনায় উত্তেজনা, সরকারের কঠোর পদক্ষেপ চাইলেন জামায়াত আমির ◈ এবার জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব ◈ এবার পাকিস্তানের লাহোরে একাধিক ‘বিস্ফোরণ’ (ভিডিও) ◈ আর্সেনালকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়নস লি‌গের ফাইনালে পিএসজি ◈  ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল‌লেন, সর্বকা‌লের সেরা টুর্না‌মেন্ট হ‌বে ২০২৬ ফিফা বিশ্বকাপ  ◈ রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেল‌বেন না ◈ বিএনপির নির্বাচনের দাবির বিপক্ষ জোরালো হচ্ছে, নির্বাচন চাওয়াকে অপরাধ বলছেন নেতারা

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানিতে কৃষককে বেধড়ক মারধর

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে তামাকের ন্যায্য দাম চাওয়ার 'অপরাধে' এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর (ইঅঞ) বিরুদ্ধে। বুধবার বিকেলে জেলার সদর উপজেলায় অবস্থিত কোম্পানির ২ নম্বর ক্রয় সেডে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকের নাম মেহেরাব হুসাইন রিফাত। তার পিতা রিপন হোসেন অভিযোগ করেন, তিনি ও তার ছেলে তামাক বিক্রির উদ্দেশ্যে কোম্পানির ক্রয় কেন্দ্রে আসেন। কিন্তু কোম্পানির প্রতিনিধি তাদের তামাকের মান খারাপ বলে দাবি করে কম দাম দিতে চান। রিফাত ও তার পিতা যখন তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য দাবি করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটির একপর্যায়ে ২ নম্বর সেডের লেবাররা দলবদ্ধভাবে রিফাতের উপর হামলে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা কর্মীরা নির্লিপ্ত ভূমিকা পালন করে বলে অভিযোগ স্থানীয়দের।

বিল্লাল হোসেন নামের আরেক কৃষক বলেন, মারামারির সময় আমি মোবাইলে ভিডিও করেছিলাম। সেই দেখে আমাকেও মারধর করতে আসে। পরে আমি দৌড়ে রাস্তায় চলে যায়। পরে এরিয়া ম্যানেজার আমাকে ডেকে আমার মোবাইল নিয়ে সকল ভিডিও মুছে ফেলে।

রিফাতের পিতা রিপন হোসেন বলেন, আমার যে তামাক সেই তামাকের দাম ২৩৮ টাকা। কিন্তু আমাকে দিতে চাই ১৬০ টাকা কেজি দরে। আমি দাম বেশি হওয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, "আমরা কষ্ট করে ফসল ফলাই, আর যখন ন্যায্য দাম চাই, তখন মারধরের শিকার হই? এটা কোন দেশে বাস করছি আমরা?"

এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ঝিনাইদহের এরিয়া ম্যানেজার নওরোজ রেজা বলেন, তেমন কিছুই ঘটেনি। একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষককে মারধরের ঘটনার অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়