শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:২৫ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বল‌লেন, সর্বকা‌লের সেরা টুর্না‌মেন্ট হ‌বে ২০২৬ ফিফা বিশ্বকাপ 

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ নি‌য়ে এমনটাই জানিয়েছেন  বিশ্বকাপ ফুটবলের পরবর্তী সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের যতগুলো আসর গড়িয়েছে, ২০২৬ সালের আসর আগের সকল রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের।

আগামী বছরের জুনে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ। তিন দেশ মিলিয়ে অনুষ্ঠিত ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। আসরের বাকি ২৬টি ম্যাচ হবে মেক্সিকো ও কানাডায়। নিজ দেশ আয়োজক হবার সুবাদে তাই উচ্ছ্বসিত ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সরকার এই ইভেন্টটি নিরাপদ এবং সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে। এই টুর্নামেন্টটি দেখতে আমেরিকা ভ্রমণকারীরা তাদের সফরের প্রতিটি অংশে একটি নির্বিঘ্ন অভিজ্ঞতা লাভ করবে। এটি খুবই বিশেষ কিছু হতে চলেছে। একইসাথে আমরা নিশ্চিত করব যে, ২০২৬ বিশ্বকাপ বিশ্বের সর্বকালের সেরা ফুটবল টুর্নামেন্ট হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বলেন, এই অসাধারণ ইভেন্টটি দেখতে সকলকে স্বাগত। আমি জানি আমাদের দেশে প্রায় ১০০টি দেশ থেকে দর্শক আসবে। আমরা চাই তারা কোন দ্বিধাদ্বন্দ ছাড়াই আসুক। নিজ দলকে সমর্থন করুক, উদযাপন করুক। নিরাপত্তার কোন ত্রুটি থাকবে না এই ইভেন্টে।

আগামী বছরের ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কাজ করে যাবে টাস্ক ফোর্স।

উল্লেখ্য, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে গড়াবে ফিফা ক্লাব বিশ্বকাপ। দুটি ইভেন্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপিতে যোগ করবে প্রায় ৫০ বিলিয়ন ডলার। শুধু তাই নয় প্রায় ৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে এই দুই আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়