শিরোনাম
◈ ‘ব্রিকস মুদ্রা’ নিয়ে ট্রাম্পের হুমকি, যা বলল ভারত  ◈ যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ ◈ যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন: মোদীকে দিল্লির শাহী ইমাম ◈ রাজধানীর বাজারে হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কী? ◈ অভিনব প্রতিবাদ: টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:১৭ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেভিড ওয়ার্নার আবার অধিনায়কের দায়িত্বে ফিরলেন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন  অধিনায়কত্ব করার। অবশেষে তার আশা পূরণ হলো। তার কাঁধে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। আসন্ন বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৩-২৪ মৌসুমে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করবেন তিনি। এর আগে ২০১৮ সালে কেপটাউনে স্যান্ডপেপার কেলেঙ্কারিতে নেতৃত্বের ভূমিকার জন্য ওয়ার্নারের ওপর ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আজীবন অধিনায়কত্বের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নতুন করে অধিনায়কত্বে ফিরছেন তিনি। - ক্রিকবাজ

ওয়ার্নার ইতোমধ্যে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অস্ট্রেলিয়ায় কোনো দলের অধিনায়কত্ব করা তার জন্য নিষিদ্ধ ছিল। গত মাসে স্বতন্ত্র প্যানেলের নির্দেশে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়, যার ফলে এবার ঘরের মাঠে সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে তাকে দেখা যাবে।

গত দুই মৌসুমে সিডনি থান্ডারের হয়ে অনিয়মিতভাবে খেললেও এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কারণে ওয়ার্নার পুরো মৌসুমেই দলের সঙ্গে থাকবেন। সিডনির সাবেক অধিনায়ক ক্রিস গ্রিন এবারও দলে থাকবেন, তবে এবার অলরাউন্ডার হিসেবেই খেলবেন।

অধিনায়কত্ব ফিরে পেয়ে উচ্ছ্বসিত ওয়ার্নার বলেছেন, এই মৌসুমে পুনরায় সিডনিকে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলের সঙ্গে আমি শুরু থেকেই আছি এবং এবার ক্যাপ্টেন হয়ে ফিরছি। আমার নামের পাশে ‘সি’ থাকলে ভালো লাগে। এবারের বিগ ব্যাশে ওয়ার্নারের নেতৃত্বে সিডনি থান্ডার কতটা সফল হয়, সেটাই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়