শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:১৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

নিজস্ব প্রতিবেদক: ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর গ্লোবাল সুপার লিগ শুরু হচ্ছে পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে। দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের এই পেসারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

আগামী ২৬ নভেম্বর প্রথমবারের মতো মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। রংপুর ও গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার হয়ে সুযোগ পাওয়ার বিষয়টি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিম নিজেই। তবে টুর্নামেন্টে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ সে সময় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে বাংলাদেশ। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টেস্ট সিরিজ দিয়ে সফরটি শুরু হবে আগামী ২২ নভেম্বর।

গ্লোবাল সুপার লিগের প্রতিটি ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে আগামী ৭ ডিসেম্বর।

এখন পর্যন্ত বিদেশের কোনো লিগে না খেলা তানজিম জাতীয় দলের হয়ে ১৫ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। কাঁধের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়