শিরোনাম
◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাদা ও বাবার পর ইতালি দলে অভিষেক হলো নাতি দানিয়েল মালদিনির

স্পোর্টস ডেস্ক: ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচ দিয়ে ইতালি জাতীয় দলে অভিষেক হয়েছে দেশটির কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির ছেলে দানিয়েল মালদিনির। আর এরই সঙ্গে ইতালির ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো একই পরিবারের তিন প্রজন্মের ফুটবলার জাতীয় দলের হয়ে খেলার কীর্তি গড়েছেন।

সোমবার ঘরের মাঠে ইসরায়েলকে ৪-১ গোলে হারায় ইতালি। ম্যাচের ৭৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন দানিয়েল মালদিনি। এ সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন বাবা পাওলো মালদিনি।

এসি মিলানের সাবেক ডিফেন্ডার পাওলো মালদিনির জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ৩৬ বছর আগে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলেন ১২৬টি ম্যাচ। তার বাবা সিজার মালদিনি ইতালির হয়ে অভিষেক হয় ১৯৬০ সালে। জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডার সবশেষ ম্যাচ খেলেন ৬১ বছর আগে।

বাবা-দাদা ডিফেন্ডার হলেও দানিয়েল খেলেন আক্রমণ ভাগে। ইতালির হয়ে অভিষেকের পর ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “আমি খুশি যে আমার বাবা-মা এখানে এসেছেন। বাড়িতে ফিরে আমরা কথা বলব। এটা আমার জন্য খুবই ইতিবাচক ও বেশ আবেগের মুহূর্ত ছিল। আমি খুব খুশি যে ম্যাচটি ভালো হয়েছে। এখানে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তবে আমি যতটুকু পারি দলে অবদান রাখতে চাই।"

‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে ৪ ম্যাচে ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। আগামী মাসে বেলজিয়ামের মাঠে এবং ফ্রান্সের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়