শিরোনাম
◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্স সাকিবকে নিয়ে বিপিএলে খেলতে চায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট কদিন পরেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিপিএল নিয়ে আলোচনা। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রায় প্রতিদিনই নতুন নতুন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দেখাচ্ছে। বিপিএলের প্রায় সব আসরের আগেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন সাকিব আল হাসান।

তার নতুন দল হবে কোন ফ্র্যাঞ্চাইজি বা পুরোনো দলেই খেলবেন কিনা তা নিয়ে থাকে আলোচনার কেন্দ্রে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক বাস্তবতায় অনেক কিছুই বদলে গেছে। ঝুলে আছে সাকিবের বিপিএলে অংশগ্রহণও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা এই অলরাউন্ডার।

নিরাপত্তার কারণে এই বিষয়টিও ঝুলে আছে। সাকিব দেশের মাটিতে টেস্ট খেলে নিরাপদে পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে না। এবার সাকিবের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স জানিয়েছে, সাকিবের খেলার ব্যাপারে নিশ্চয়তা পেলে তারা এই ক্রিকেটারকে নিয়ে ভাববে।

রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম শনিবার (৫ অক্টোবর) গণমাধ্যমকে বলেছেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে তো কোন সন্দেহ নেই। তবে বিপিএলে খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই। এটা নির্ভর করবে যে সে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলছে কি খেলছে না। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে। আমরা বুঝতে পারব, পরিষ্কার ধারণা পাব। 

যে দক্ষিণ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে। এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে, আমরা তো চাইছি রাখতে। কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে।

ক্রিকেটার হিসেবেই সাকিবের সঙ্গে সম্পর্ক রংপুরের। এই অলরাউন্ডারের রাজনৈতিক পরিচয় নিয়ে মাথা ঘামাতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। দেশের সবাই সাকিবকে বিপিএলে দেখতে চায় বলেও মনে করেন রংপুরের টিম ডিরেক্টর। সাকিব বনাগ্লাদেশের সম্পদ। তাই তার খেলা যেকোনো ফ্র্যাঞ্চাইজি ও বিপিএলের জন্য ভালো বলেই বিশ্বাস তাদের।
তানিম বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। 

এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান সবসময় সম্পদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়