শিরোনাম
◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী গন্ডামারা থে‌কে এক গৃহবধূর লাশ উদ্ধার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নে সাথী আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) সকালে গন্ডামারা ইউনিয়ন থেকে উদ্ধার করে বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতা‌লের স্বজন‌দের আহাজা‌রি‌কে অন‌্যরকম প‌রি‌বেশ সৃ‌ষ্টি হয় । ত‌বে কিভা‌বে সাথীর মৃত‌্যু হ‌যে‌ছে তা নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি।

স্থানীয় সূত্র ও নিহত পরিবারের সদস্যরা জানায়, গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিএনজি অটোরিকশা চালক আজগর হোসেনের (২৫) সাথে ৩ বছর আগে পশ্চিম বড়ঘোনা গ্রামের  সিকদার বাড়ির আবুল হোসেনের মেয়ে সাথী আক্তারের (২২) সা‌থে সামাজিকভাবে বিয়ে হয়।

সাথীর ভাই মোহাম্মদ আলম অভিযোগ করে বলেন, তার বোন সাথীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমাদেরকে আত্মহত্যা করেছে বলে জানানো হয়েছে। বাঁশখালী থানার  পু‌লিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গন্ডামারা এলাকা থেকে সাথী আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব‌্যাপা‌রে থানায় একটি অপমৃত্যু মামলা হয়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়