শিরোনাম
◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব হজযাত্রীদের সতর্ক করে আবারও যে নির্দেশনা দিল

হজ ভিসা নীতি ভঙ্গকারীদের বিষয়ে সতর্ক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। কেউ যদি হজ ভিসা নীতি লঙ্ঘন করে তাহলে তাকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেয়া হয়েছে। খবর আল আরাবিয়া 

এই শান্তি এড়াতে সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হজ ভিসায় হজ পালনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এ নির্দেশনা অমান্য করে ভ্রমণ ভিসা অথবা অন্য কোনো উপায়ে হজ করতে গিয়ে কেউ ধরা পড়ে তাহলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা করা হবে। 

এছাড়া কেউ যদি হজের অনুমতি না নিয়ে হজ পালন করে এবং কেউ তার জন্য ভ্রমণ ভিসার আবেদন করে। তাহলে সেই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ২৬ হাজার মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হতে পারে। হজ মৌসুমের সময় ভ্রমণ ভিসায় আগত ব্যক্তিদের মক্কা কিংবা এর আশেপাশে নিয়ে আসা হলে একই শান্তির কথা বলা হয়েছে। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভ্রমণ ভিসায় আগতদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান, আশ্রয়কেন্দ্র বা অন্য কোনো হজযাত্রীদের আবাসনস্থলে থাকার সুযোগ করে দেওয়া, কিংবা তাদের লুকিয়ে রাখা অথবা মক্কা বা পবিত্র স্থানগুলোতে অবস্থান করার মতো কোনো ধরনের সহায়তা প্রদান করাও এই শাস্তির অন্তর্ভুক্ত।

সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করছে, তাদের কেউ হজে অংশ করে ধরা পড়লে ১০ বছরের জন্য সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এছাড়া অপরাধের মাত্রা যত বেশি হবে, শান্তিও তত বাড়বে। 

পবিত্র হজ হলো মুসলিমদের জন্য একটি বার্ষিক ইসলামিক বিধানাবলি। আর্থিক ও মানসিকভাবে সুস্থ প্রত্যেক মুসলিম ব্যক্তির জীবনে একবার হজ পালন করা ফরজ। 

চলতি বছর আগামী ৬ জুন শুক্রবার বিকাল থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ১১ জুন বুধবার শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। 

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়