ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না গ্রামে মফিজুর(৫৫) নামে এক বৃদ্ধর আত্মহত্যা করেছে জানা গেছে। মৃত মফিজুর ময়না গ্রামের মৃত গোলাম শেখের ছেলে।তিনি পেশায় একজন শ্রমিক। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ময়না গ্রামে এঘটনায় ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সংসারে অভাব-অনটন ও চিকিৎসার খরচ চালাতে না পারায় পরিবারে উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।