শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই টেস্টেই ভারতের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা মেনে নিলেন অধিনায়ক শান্ত

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে অবদান ছিল ব্যাটারদেরও। ফলে পাকিস্তানের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ঠিক যেন তার উল্টো চিত্র দেখাল নাজমুল হোসেন শান্তর দল। বোলাররা তাও মোটামুটি খেলেছেন। কিন্তু দুই ম্যাচেই ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স ভুগিয়েছে পুরো দলকে। সিরিজও হেরেছে ২-০ ব্যবধানে। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়কও মনে করছেন, ব্যাটাররা সুযোগ নিতে না পারায় তার দল ভালো করতে পারেনি।

মঙ্গলবার কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন ব্যাটারদের উইকেট বিলিয়ে আসার মহড়ায় ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ হেরে ভারতের কাছে আরেকটি টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে টাইগাররা। -অলআউট স্পোর্টস

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অধিনায়ক শান্তর কণ্ঠে ফুটে ওঠে ব্যাটারদের ছন্দহীনতার কথা। সিরিজে ভালো করতে ব্যাটারদের বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল বলে জানান তিনি।

দুটি টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। সত্যি বলতে এই ধরনের কন্ডিশনে আপনাকে ভালো ব্যাট করতেই হবে।ৃ আপনি যদি দেখেন আমাদের ব্যাটারদের দিকে দেখেন তারা সবাই ৩০-৪০ বল খেলে আউট হয়েছে। টেস্ট ম্যাচে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাটাররা যখন সেট হবে তখন বড় একটা রান করা।”

পাকিস্তানের মাটিতে সিরিজে ব্যাট হাতে শতক হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে ভারতের বিপক্ষে এই দুই ক্রিকেটার ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। পুরো সিরিজে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে শতক হাঁকিয়েছেন মুমিনুল হক। শান্তর চোখে এই সিরিজে দলের পাওয়া এটাই। মুমিনুল এই ম্যাচে যেভাবে ব্যাট করেছে সেটা আমাদের ভবিষ্যতে সাহায্য করবে। দুই ইনিংসে মিরাজ যেভাবে বোলিং করেছে, আমি মনে করি অনেক ভালো ছিল। আশা করছি সামনের টেস্ট ম্যাচেও সে এভাবে পারফর্ম করবে। ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়