শিরোনাম
◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার ◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশন্স লিগে বেলজিয়ামকে ২-০ গোলে হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে শ্বাসরুদ্ধকর ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ফ্রান্স। এটা গ্রুপের হাইভোল্টেজ ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে বেলজিয়ামকে ঘরে মাঠে ২-০ গোলে হারিয়েছে কোচ দিদিয়ের দেশমের ফ্রান্স। এছাড়া ভিন্ন গ্রুপের মাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে, কাজাকস্থানকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্লোভেনিয়া। মনটেনিগ্রোর বিপক্ষে জয় পেয়েছে ওয়েলস আর আইসল্যান্ডকে হারিয়েছে তুরস্ক।

লিগ এ’-এর গ্রুপ টুতে হার দিয়ে এবারের নেশন্স লিগ অভিযান শুরু করেছিল ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। ফর্মেশন বদলের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে ও আতোয়ান গ্রিজম্যানের মতো তারকাদের বেঞ্চে বসিয়ে সাজার রণকৌশল। যদিও শুরুটা ভালো ছিল না। 

কেভিন ডি ব্রুইনার জাদুতে শুরুতে আধিপত্য দেখায় বেলজিয়াম। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় প্রথম ১০ মিনিটে মধ্যে দুটি গোলের সুযোগ নষ্ট করে দলটি। সুযোগ কাজে লাগায় ফ্রান্স। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।

২৯ মিনিটে আসে সাফল্য। ওসমান ডেম্বেলের শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলকিপার। কিন্তু ফিরতি বল জালে জড়িয়ে স্কোরশিটে নাম তোলেন কোলো মুয়ানি। ৫৭ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। এবার কান্তের অ্যাসিস্টে গোল আদায় করে নেন ওসমান ডেম্বেলে। ৬৭ মিনিটে এমবাপ্পে আর ৭৯ মিনিটে বদলি হিসেবে গ্রিজম্যানকে মাঠে নামান ফ্রান্স কোচ দেশম। স্বল্প সময়ে গোলের সুযোগ তৈরি করলেও স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হন এমবাপ্পে। ফলে ২-০ তে জয়ে তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়