শিরোনাম
◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১২:৫৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক ফুটবল

কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিস্পিকের কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ চারের ম্যাচে ৫ আগস্ট মরক্কোর মুখোমুখি হবে স্প্যানিশরা। শুক্রবার রাতে ফার্মিন লোপেজের জোড়া গোলে জাপানকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন।

প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে এশিয়ার পতাকা উঁচিয়ে রেখেছিল জাপান। কোয়ার্টার ফাইনালে একমাত্র দেশ ছিল ব্লু সামুরাইরা। শেষ পর্যন্ত তারাও বিদায় নিলো প্যারিস অলিম্পিকের এই আসর থেকে।

গত অলিম্পিকে সেমিফাইনালে এই স্পেনের কাছেই হেরে বিদায় নিয়েছিলো জাপান। এবার সেই দলের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরে তাদের বিদায় নিতে হলো। বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের জোড়া ও জিরোনার আবেল রুইজ ওর্তেগার গোলে বড় জয় পায় স্পেন।
 
জাপানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। ম্যাচের ১১ মিনিটে দলকে এগিয়ে দেয় লোপেজ। প্রথমার্ধে আর কোনও গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও জাপানকে বেশ চাপে রাখে শুরু থেকেই।
 
ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন লোপেজ। ২-০ গোলে এগিয়ে থেকেও গোলের খুদা মিটেনি তাদের। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ায় আবেল রুইজ। তার গোলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। আগামী ৫ আগস্ট সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।  সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়