শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি

আট শতাধিক কোটি টাকা বাজেট অনুমোদন

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর। আয়োজক পাকিস্তান। আর এ নিয়ে যত জটিলতা। পাকিস্তানে ভারত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে চায় না। তবে এবারের বিষয়টি ভিন্ন। তাদের আপত্তি অগ্রাহ্য করে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের বাজেট অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টুর্নামেন্ট আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ৭ কোটি ডলার অনুমোদন দিচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়।

পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অর্থ এবং বাণিজ্যিক কমিটির সভায় এই অর্থ অনুমোদন দেয়া হয়। সেই সভাটি অবশ্য পরিচালনা করেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ।

সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি-মার্চের এই আসরের জন্য ৭ কোটি ডলার ছাড়াও 'অতিরিক্ত খরচ' হিসেবে ৪৫ লাখ ডলার রিজার্ভে রাখা হয়েছে। 'অতিরিক্ত বাজেট' রাখার কারণও ব্যাখ্যা করেছে আইসিসি। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে চায় না ভারত। যদি কূটনৈতিক কারণে ভারত শেষপর্যন্ত পাকিস্তান না যায় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে আয়োজকদের।

সেক্ষেত্রে অন্য কোনো দেশে ভারতের ম্যাচগুলো পরিচালনা করার কথা জানাবে আইসিসি। তখন যে অর্থ খরচ হবে সেটি অতিরিক্ত বাজেট থেকে দেয়া হবে। পিসিবি অবশ্য যৌথ আয়োজক হিসেবে কাউকে চায় না। তাদের চাওয়া ভারত যেন অন্যান্য দেশের মতোই পাকিস্তানে খেলতে যায়।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়