শিরোনাম
◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগস্টে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। বার্নাব্যুতে ৮০ হাজার দর্শকের সামনে থেকে পরিচয়ও করে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। এরপর থেকে এই তারকার খেলা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

রোববার (২৮ জুন) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতির সফর। সেখানে এসি মিলান, বার্সেলোনা ও চেলসির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা। তবে ইনজুরির কারণে এই সফরের দলে এমবাপ্পেকে রাখেনি রিয়াল। -অলআউট স্পোর্টস

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে না থাকলেও ইউরোপের একাধিক সংবাদমাধ্যম বলছে, আগামী ৭ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন এমবাপ্পে। আর অনুশীলনে যোগ দেওয়ার সপ্তাহখানেক পরেই রিয়ালের জার্সি গায়ে অভিষেক হতে পারে এমবাপ্পের।

আগামী ১৪ আগস্ট আটালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এই ম্যাচ দিয়েই এমবাপ্পেকে মাঠে নামাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি।

এর আগে ফ্রান্সের হয়ে ইউরো কাপের প্রথম ম্যাচ খেলার সময় প্রতিপক্ষ ফুটবলারের সংঘর্ষে নাক ভেঙে যায় এমবাপ্পের। এরপর সেমিফাইনালের আগ পর্যন্ত ম্যাচগুলোয় নাকের সুরক্ষার জন্য তাকে বিশেষ মাস্ক পরে খেলতে হয়। সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পথে আছেন তিনি। জানা গেছে, এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সময় দেওয়ার জন্য এমবাপ্পেকে প্রাক-মৌসুম প্রস্তুতির দলে রাখেননি আনচেলত্তি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়