শিরোনাম
◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৬:১৯ বিকাল
আপডেট : ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক গেমস খেলতে আঙুল কেটে ফেলেছেন অস্ট্রেলিয়ার ডসন

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক শুরু হওয়ার দুই সপ্তাহ আঙুলে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ফিল্ড হকি খেলোয়াড় ম্যাট ডসন। সেটির অস্ত্রোপচার কিরয়ে সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানায় চিকিৎসক। এতে করে এই আসরে খেলা হবে নার তার। ফলে আঙুলের চোটের অংশ কেটেই ফেললেন এই খেলোয়াড়।

৩০ বছর বয়সী এই খেলোয়াড় এখন প্যারিসে। শনিবার (২৭ জুলাই) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে তার দল।

অস্ট্রেলিয়ায় অলিম্পিকের প্রস্তুতির সময় ডসনের ডান হাতে একটি হকি স্টিকের আঘাত লাগে। এতে একটি আঙুলের অংশ ভেঙে যায়। দুর্ভাগ্যের মধ্যে একটু যা স্বস্তি, ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ঝুলেছিল। এরপর একজন প্লাস্টিক সার্জনকে দেখালে তিনি চিকিৎসা ও পুনর্বাসন মিলিয়ে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে বলে জানান। যদিও শতভাগ সুস্থতার নিশ্চয়তা নেই। সে ক্ষেত্রে অলিম্পিক খেলার আশা বাদ দিতে হবে ডসনকে। প্রথম আলো

চিকিৎসক জানান, বিকল্প হিসেবে ডসন চাইলে আঙুলের ভাঙা অংশ কেটে ফেলে দিতে পারেন। এ ক্ষেত্রে দশ দিনের মধ্যে খেলায় ফিরতে পারবেন তিনি। সিদ্ধান্ত জানাতে ডসনকে তাড়াহুড়া না করতে বলেছিলেন স্ত্রী। কিন্তু সময় নষ্ট না করতে একই দিন বিকেলেই চিকিৎসককে আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত জানান ডসন।

আগেও দুবার অলিম্পিক খেলেছেন তিনি, টোকিও অলিম্পিকে জিতেছেন রুপাও। ডসন বলেন, হতে পারে এটিই আমার শেষ অলিম্পিক। যদি মনে হয় যে আমার এখনো নিজের সেরাটা দেওয়ার আছে, তবে সেই চেষ্টাই করব। এ জন্য যদি আঙুলের অগ্রভাগ ক্ষতিপূরণ দিতে হয়, সেটাই হোক।

একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়