শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না শোয়েব মালিককে

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে পাকিস্তানের শোয়েব মালিককে। অবসরের পর আবার ফেরার ভুড়ি ভুড়ি উদাহরণ থাকলেও শোয়েব আর ফিরবেন না বলে জানিয়েছেন। টি-টোয়েন্টিতে অবসর না বললেও আর কখনোই পাকিস্তানের জার্সিতে মাঠে নামার আগ্রহ নেই তার।

পাকিস্তানের হয়ে আবারও তাকে মাঠে দেখা যাবে কিনা; এমন প্রশ্নে সাবেক এই অধিনায়ক বলেন, ‘না, এত বছর খেলতে পারায় আমি খুশি ও সন্তুষ্ট। আমার আবার পাকিস্তানের হয়ে খেলার কোনো আগ্রহ নেই।’

৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার নিজের অবসর নিয়ে বলেন, ‘আমি ইতোমধ্যেই দুটি ফরম্যাটে অবসরের ঘোষণা দিয়েছি। বর্তমানে আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি। যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগাতে চেষ্টা করি।’

টি-টোয়েন্টি ক্রিকেটকে কবে বিদায় বলবেন এমন প্রশ্নে শোয়েব বলেন, ‘আমার কোন আগ্রহ নেই আর পাকিস্তানের হয়ে খেলার।'

শোয়েব মালিক ১৯৯৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি।

আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়