শিরোনাম
◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত ◈ অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‌খেল‌বে বাংলাদেশ এ’ দল ◈ সাবেক সিইসি নুরুল হুদার রাষ্ট্রদ্রোহ মামলায় দায় স্বীকার, আদালতে জবানবন্দি ◈ বার্ডে ৭ পদের জন্য আবেদন ২৩ হাজার! হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, নিয়োগে তদবিরের অভিযোগে উদ্বিগ্ন প্রশাসন ◈ উজিরপুরে যৌতুক না পেয়ে নবজাতক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা ও কোহলি: গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই সমর্থকদের চমকে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তিনজনই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন বিশ্বকাপ জেতার কিছু পরেই। তারা বিদায় জানানোর পর এবার বাকি দুই ফর্ম্যাটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।- এই সময়

টেস্ট ও ওডিআইতে কতদিন তারা খেলা চালিয়ে যাবেন সেটা এখন বড় প্রশ্ন। কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।

সংবাদ সম্মেলনে জানালেন, তিনি বিশ্বাস করেন যে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন। বিরাট ও রোহিত টি-টোয়েন্টিকে বিদায় জানালেও তারা ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ খেলা পর্যন্ত তৈরি।

গম্ভীর বলেন, ওরা দেখিয়েছে ওরা বড় মঞ্চে কী করতে পারে। ওদের দু’জনের মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা থাকছে, যদি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে তাহলে বিশ্বকাপেও খেলবে। ওরা যা করেছে সেটা দেখার পর, ওটা এখনও বিশ্বমানের এবং বিশ্বের যেকোনও দল ওদের নিজেদের দলে চাইবে।

বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ছুটিতে গিয়েছিলেন। গৌতম গম্ভীরের অনুরোধে তারা ছুটিকে কাটছাঁট করে ফিরছেন দলে। ওডিআই সিরিজে খেলবেন এই দুই তারকা। শ্রীলঙ্কা সিরিজ খেলার পাশাপাশি তাদের ফোকাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই জুটি ফিট থাকলে তারা ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারবে বলে আশাবাদী।

অপর তারকা রবীন্দ্র জাদেজার প্রসঙ্গও ওঠে সাংবাদিক বৈঠকে। জাদেজাও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে রাখা হয়নি। এই বিষয়ে গম্ভীর বলেন, জাদেজা এবং অক্ষর দু’জনকেই দলে রাখতে হবে। জাদেজাকে ড্রপ করিনি। আমরা দু’জনকে নিলে কাউকে না কাউকে সিরিজে বসাতে হতো, তিন ম্যাচে খেলাতে পারতাম না। ওকে টেস্টে ভাবছি আমরা, সামনে ১০টা টেস্ট ম্যাচ আছে। ও আমাদের পরিকল্পনায় আছে। সম্পাদনা: এল আর বাদল
 
এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়