আহমেদ ফয়সাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও শক্তিশালী ভারত। দুই দলেরই সমান পয়েন্ট হওয়ার কারণে ম্যাচটি ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে অবস্থান নিয়েছে।
বুধবার (১২ জুন) এই ম্যাচে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
ভারত ও যুক্তরাষ্ট্র উভয় দলের এটি তৃতীয় ম্যাচ। দুই দলই তাদের খেলা প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ফলে এ ম্যাচের ওপর নির্ভর করছে পয়েন্ট টেবিলের অবস্থান। যারা জয় পাবে তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নেবে। সেই সঙ্গে পৌঁছে যাবে সুপার এইটে।
আপনার মতামত লিখুন :