শিরোনাম
◈ দেশকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা : প্রধানমন্ত্রী ◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৮ রান, জয়ের জন্য প্রয়োজন ২৪৩ 

নিজস্ব প্রতিবেদক: [২] দুই ম্যাচ টেস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের  লক্ষ্য তাড়া করতে নেমে চাপে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। শান্তদের জয়ের জন্য আরও প্রয়োজন ২৪৩ রান। হাতে আছে ৩ উইকেট। ব্যাটিংয়ে তাইজুল ইসলাম ১০ রান ও মেহেদী হাসান মিরাজ ৪৪ রানে অপরাজিত পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

[৩] আগের দিনের ৬ উইকেটে ১০২ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। এ দিন ৪০ ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তখন দাঁড়ায় ৭ উইকেটে ১৫৭ রান। সবমিলিয়ে তাদের লিড ৫১০ রানের।

[৬] জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। তবে কেউই ইনিং লম্বা করতে পারেননি। ৩২ বলে ২৪ রান করে মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরলে ভাঙে ৩৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার জাকির হাসান প্রথম ইনিংসে ফিফটি পেলেও এবার থেমেছেন ১৯ রানে।

[৭] এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনে ৪৩ রানের জুটি গড়েন। ২০ রান করে শান্ত বোল্ড হলে ভাঙে এই জুটি। তবে আরেক প্রান্তে মুমিনুল ৫৫ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে এর পরপরই ফেরেন সাজঘরে। মুমিনুল ফেরার পর লিটনকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন সাকিব আল হাসান। দুই ব্যাটারই থিতু হয়েছিলেন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটার।

[৮] ইনিংসের ৫০তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে ক্যাচ তুলে আউট হন সাকিব। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৩৬ রান করেছেন সাকিব। সাকিবের পথেই সাকিবের পর লিটনও লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৭২ বলে তিনি করেছেন ৩৮ রান। ধারাবাহিক ব্যর্থ শাহাদাত হোসেন দিপু  ৩৪ বলে করেছেন ১৫ রান।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়