শিরোনাম
◈ 'করোনার পর থেকে ভাই দাঁড়াইতে পারিনি, একের পর এক হোঁচট খাচ্ছিই' (ভিডিও) ◈ ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ◈ ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, কে কত? পুরোহিতরাও আওতায় আসবেন  ◈ হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড ◈ নির্যাতন বন্ধে বাংলাদেশে স্থায়ী সংস্কার প্রয়োজন: এইচআরডব্লিউ ◈ মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা ◈ বিজ্ঞাপন ঘিরে ব্যাপক বিতর্কের মুখে পাকিস্তানি এয়ারলাইন্স! ◈ দিয়ালোর হ্যাটট্রিকে সাউদাম্পটনকে সহজে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ সেল্টা ভিগোকে ৫-২ গোলে হারালো রিয়াল মাদিদ ◈ যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ৩ ক্লাব নেইমারকে পেতে দৌঁড়ঝাপ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৬৮ রান, জয়ের জন্য প্রয়োজন ২৪৩ 

নিজস্ব প্রতিবেদক: [২] দুই ম্যাচ টেস্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের  লক্ষ্য তাড়া করতে নেমে চাপে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। শান্তদের জয়ের জন্য আরও প্রয়োজন ২৪৩ রান। হাতে আছে ৩ উইকেট। ব্যাটিংয়ে তাইজুল ইসলাম ১০ রান ও মেহেদী হাসান মিরাজ ৪৪ রানে অপরাজিত পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

[৩] আগের দিনের ৬ উইকেটে ১০২ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। এ দিন ৪০ ওভার ব্যাটিং করে ইনিংস ঘোষণা করেন ধনাঞ্জয়া ডি সিলভা। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তখন দাঁড়ায় ৭ উইকেটে ১৫৭ রান। সবমিলিয়ে তাদের লিড ৫১০ রানের।

[৬] জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। তবে কেউই ইনিং লম্বা করতে পারেননি। ৩২ বলে ২৪ রান করে মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরলে ভাঙে ৩৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার জাকির হাসান প্রথম ইনিংসে ফিফটি পেলেও এবার থেমেছেন ১৯ রানে।

[৭] এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনে ৪৩ রানের জুটি গড়েন। ২০ রান করে শান্ত বোল্ড হলে ভাঙে এই জুটি। তবে আরেক প্রান্তে মুমিনুল ৫৫ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে এর পরপরই ফেরেন সাজঘরে। মুমিনুল ফেরার পর লিটনকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন সাকিব আল হাসান। দুই ব্যাটারই থিতু হয়েছিলেন। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটার।

[৮] ইনিংসের ৫০তম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে ক্যাচ তুলে আউট হন সাকিব। সাজঘরে ফেরার আগে ৫৩ বলে ৩৬ রান করেছেন সাকিব। সাকিবের পথেই সাকিবের পর লিটনও লাহিরু কুমারার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ৭২ বলে তিনি করেছেন ৩৮ রান। ধারাবাহিক ব্যর্থ শাহাদাত হোসেন দিপু  ৩৪ বলে করেছেন ১৫ রান।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়