শিরোনাম
◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেফিল্ডকে ৬-০ গোলে উড়িয়ে রেকর্ড গড়লো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা জমিয়ে তুলতে সব কিছুই করছে আর্সেনাল। গত মাসে ওয়েস্টহ্যামকে তাদের মাঠে হারিয়েছিল ৬-০ গোলে। অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে হারায় ৫-০তে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৬-০ গোলে হারিয়ে রেকর্ড গড়লো আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন অ্যাওয়ে ম্যাচে পাঁচ বা তার বেশি গোলে জয়ের ইতিহাস লেখালো মিকেল আর্তেতার দল।

ম্যাচের পঞ্চম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে শুভ সূচনা হয় আর্সেনালের। খেলার প্রথমার্ধেই স্কোর লাইন করে ৫-০। ১৩তম মিনিটে জেইডেন বোগলের আত্মঘাতী গোলে স্কোর হয় ২-০। ১৫ মিনিটে গোল করেন মার্টিনেল্লি, ২৫ মিনিটে হাভের্তজ ও ৩৯ মিনিটে ডেক্লান রাইসের গোলে আসে পঞ্চমটি।

বিরতির পর ৫৮ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন বেন হোয়াইট। টানা সাত জয়ে আর্সেনালের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। যা তাদের সুবিধাজনক জায়গাতেও রাখছে। বিশেষ করে শিরোপা নির্ধারণে গোল গড় বিবেচনায় নিলে এটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। বাংলা ট্রিবিউন

এখন পর্যন্ত শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে তারা। ২৭ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। তিনে থাকা গানারদের পয়েন্ট ৬১। অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটি ম্যাচের আগে শীর্ষস্থানে যাওয়ার সুযোগ আছে আর্সেনালের। রিপোর্ট: আহমেদ ফয়সাল

এফএ/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়