শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৫ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ১০-১২ রান করলেও ম্যাচটা জিততে পারলে ভালো লাগতো: জাকের আলি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের বিশাল টার্গেট পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের যে অতীত, তাতে এমন রান দেখে হারার আগেই হেরে বসেন টাইগাররা। তবে অভিষিক্ত ব্যাটার জাকের আলি অনিক প্রায় অসাধ্যকে সাধন করে ফেলেছিলেন। শেষ বলে গিয়ে ৩ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

দল হারলেও প্রথম ম্যাচে জাকেরের ৩৪ বলে ৬৮ রানের ইনিংসটি হৃদয় কেড়েছে সবার। ৬ ছক্কার ইনিংস খেলে জাকের বুঝিয়ে দিয়েছেন, হারিয়ে যেতে আসেননি তিনি।

জাকেরের ইনিংস নিয়ে আলোচনা সর্বত্র। তবে ২৬ বছর বয়সী এই ব্যাটার দলকে জেতাতে না পারায় আফসোসে পুড়ছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, যদি ম্যাচটা জিততে পারতাম আর ১০-১২ রানও আমি করতাম, আমার কাছে আরও বেশি খুশি লাগতো। হ্যাঁ, ভালো খেলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন। তবে ম্যাচ জিততে পারলে আরও খুশি থাকতাম।

জাকের যখন ক্রিজে আসেন, তখন ছিলেন মাহমুদউল্লাহ। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। সেই ম্যাচটি শেষ বল পর্যন্ত জমে উঠলো।

মাহমুদউল্লাহর সঙ্গে কী পরিকল্পনা করেছিলেন? জাকেরের উত্তর, যখন ব্যাটিংয়ে যাই, রিয়াদ ভাই আমাকে স্বাভাবিক ব্যাটিংই করতে বলেছে। ওরকমই চেষ্টা করেছি, যেমন আমি সচরাচর খেলি। বাড়তি কোনো প্ল্যান ছিল না। আমি যখন নামি, রিয়াদ ভাই কিছু রিস্ক নিয়ে বাউন্ডারি বের করে ফেলে। এজন্য আমি ফ্রি হয়ে খেলতে পারি। জাগোনিউজ

সিলেট তার হোম ভেন্যু হওয়ায় জাকের জানালেন, এই জিনিসটা আসলে কাজে দিয়েছে। কারণ বিপিএলের দুইদিনের মধ্যেই মনে হয় এখানে খেলা। আমার কাছে মনে হয় ওই জিনিসটা অবশ্যই কাজে লেগেছে। এই পরিবেশটা থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা, এটা হেল্প করেছে। রিপোর্ট: আহমেদ ফয়সাল

এফএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়