শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৫ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ১০-১২ রান করলেও ম্যাচটা জিততে পারলে ভালো লাগতো: জাকের আলি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২০৭ রানের বিশাল টার্গেট পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের যে অতীত, তাতে এমন রান দেখে হারার আগেই হেরে বসেন টাইগাররা। তবে অভিষিক্ত ব্যাটার জাকের আলি অনিক প্রায় অসাধ্যকে সাধন করে ফেলেছিলেন। শেষ বলে গিয়ে ৩ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

দল হারলেও প্রথম ম্যাচে জাকেরের ৩৪ বলে ৬৮ রানের ইনিংসটি হৃদয় কেড়েছে সবার। ৬ ছক্কার ইনিংস খেলে জাকের বুঝিয়ে দিয়েছেন, হারিয়ে যেতে আসেননি তিনি।

জাকেরের ইনিংস নিয়ে আলোচনা সর্বত্র। তবে ২৬ বছর বয়সী এই ব্যাটার দলকে জেতাতে না পারায় আফসোসে পুড়ছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, যদি ম্যাচটা জিততে পারতাম আর ১০-১২ রানও আমি করতাম, আমার কাছে আরও বেশি খুশি লাগতো। হ্যাঁ, ভালো খেলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন। তবে ম্যাচ জিততে পারলে আরও খুশি থাকতাম।

জাকের যখন ক্রিজে আসেন, তখন ছিলেন মাহমুদউল্লাহ। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। সেই ম্যাচটি শেষ বল পর্যন্ত জমে উঠলো।

মাহমুদউল্লাহর সঙ্গে কী পরিকল্পনা করেছিলেন? জাকেরের উত্তর, যখন ব্যাটিংয়ে যাই, রিয়াদ ভাই আমাকে স্বাভাবিক ব্যাটিংই করতে বলেছে। ওরকমই চেষ্টা করেছি, যেমন আমি সচরাচর খেলি। বাড়তি কোনো প্ল্যান ছিল না। আমি যখন নামি, রিয়াদ ভাই কিছু রিস্ক নিয়ে বাউন্ডারি বের করে ফেলে। এজন্য আমি ফ্রি হয়ে খেলতে পারি। জাগোনিউজ

সিলেট তার হোম ভেন্যু হওয়ায় জাকের জানালেন, এই জিনিসটা আসলে কাজে দিয়েছে। কারণ বিপিএলের দুইদিনের মধ্যেই মনে হয় এখানে খেলা। আমার কাছে মনে হয় ওই জিনিসটা অবশ্যই কাজে লেগেছে। এই পরিবেশটা থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা, এটা হেল্প করেছে। রিপোর্ট: আহমেদ ফয়সাল

এফএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়