রিয়াদ হাসান: [২] সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে ২ ঘণ্টার ব্যাবধানে মেডিক্যাল বোর্ডের পরামর্শে সিসিইউতে থেকে ফের কেবিনে আনা হয়েছে।
[৩] এরআগে দুপুর ১২টায় তাকে সিসিইউতে নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
[৪] তিনি বলেন, দুপুর ১২টার দিকে ম্যাডামকে সিসিইউতে নেয়া হলে ২ ঘণ্টা পর চিকিৎসা বোর্ডের পরামর্শে তাকে কেবিনে নেয়া হয়েছে।
[৫] এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। ৮ ঘণ্টা পর তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
[৬] গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ও লিভার সিরোসিসে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের সমস্যাও আছে। চিকিৎসকরা বলেছেন, লিভার সিরোসিসের কারণে তার অবস্থা জটিল হয়ে উঠেছে। শরীরে প্রোটিনের মাত্রা কমে যাচ্ছে। সম্পাদনা: তারিক আল বান্না