শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৩, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিপুণসহ আহত অর্ধশতাধিক

নিপুন

রিয়াদ হাসান: বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা নিয়ে ঢাকার কেরানীগঞ্জে দলটির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুন রায়সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের অফিসও ভাঙচুর করা হয়েছে। ঢাকা মেইল

বিএনপির দাবি, সমাবেশের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে দলটির সমাবেশের ওপর পাথর, ইট নিক্ষেপ করতে থাকে। পরে আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

শুক্রবার (২৬ মে) নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ ও দেশের ৯ বিভাগের ১৮ জেলা এবং মহানগরে জনসমাবেশ করছে বিএনপি।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০টার দিকে শুরু হওয়ার পরেই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

পরে হামলার অভিযোগ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু বলেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে নিপুন রায়সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

অন্যদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন অভিযোগ করে বলেন, নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরেরে দাবি জানানো হয়।  এ সময় আওয়ামী লীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানায় দলটি। প্রথম আলো

এ বিষয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, এ হামলায় নিপূণ রায়কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪/৫ টি সেলাই লেগেছে। ঢাকা পোস্ট 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেন। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সম্পাদনা: জেরিন আহমেদ

আরএইচ/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়